পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত সরকারের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মূল লক্ষ্য হচ্ছে মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠন। পল্লীর জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনমূলক মূল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিআরডিবি’র চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে গত তিন বছরে ০৩ টি মানব সংগঠন সৃষ্টির মাধ্যমে পল্লীর জনগণকে উন্নয়নের জন্য সংগঠিত করা হয়েছে। তার মধ্যে ৫.২১ লক্ষ টাকা উপকারভোগীদের নিজস্ব মূলধন গঠন করা এবং ১২০ জন সুফলভোগীকে বিভিন্ন উৎপাদনমূখী ও আয়বর্ধনমূলক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া মূলধন সহায়তা হিসেবে ৯৯.৪৯ লক্ষ জন সুফলভোগীকে ঋণ প্রদান এবং আদায়যোগ্য ঋণ হতে ৭৭.৩৮ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়েছে। বর্তমানে ০১. মূল কর্মসূচি (ঘূর্ণায়মাণ পল্লী উন্নয়ন ঋণ তহবিল-আবর্তক)এর ঋণ তহবিল ১৩.০৪ লক্ষ টাকা,০২. সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচীর ৩২.৫০ লক্ষ টাকা এবং পল্লী উদ্যোক্তা ঋণ কর্মসূচীর ৩৮.০০ লক্ষ টাকা ঋণ তহবিল আছে এবং বর্তমানে ০৩ টি কর্মসূচী চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস